আজকাল ওয়েবডেস্ক: মদ্যপানের বিষয়ে কোন রাজ্যের মহিলারা তালিকার শীর্ষে? পরিসংখ্যান কী বলছে জানেন? তথ্য বলছে, দৈনন্দিন জীবনে, কিংবা উৎসব-অনুষ্ঠানে মদ্যপান করে থাকেন সাধারণ মানুষ। সেই হিসেবেই দেখা যাচ্ছে, দেশে তুলনায় মহিলাদের থেকে পুরুষরা বেশি পরিমাণ মদ্যপান করেন।
দ্য ন্যাশনাল ফেমিলি হেলথ সার্ভে-৫ –এর ২০১৯-২১ এর তালিকা অনুসারে মহিলাদের মদ্যপানে তালিকার শীর্ষে অরুণাচল প্রদেশ। সে রাজ্যের ২৪ শতাংশ মহিলা মদ্যপান করে থাকেন।যেখানে ৫৩ শতাংশ পুরুষ মদ্যপানে আসক্ত।
দ্বিতীয় স্থানে সিকিম। সে রাজ্যের ১৬ শতাংশ মহিলা মদ্যপানে আসক্ত। অসমের ৭.০৩ শতাংশ মহিলা মদ্যপান করে থাকেন। তেলেঙ্গনার ৬.৭ শতাংশ মহিলা এবং ঝাড়খণ্ডের ৬.১ শতাংশ মহিলা মদ্যপান করে থাকেন।
